বাংলাদেশে জাপানের ভিসা সেন্টার চালু

জাপান
  © ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার উন্নত দেশ জাপান। দেশটি জি-৭ এর সদস্য। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশও জাপান। দীর্ঘকাল ধরে বাংলাদেশের সকল দুর্যোগ ও ক্রান্তিলগ্নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশটি। দূরপ্রাচ্যের এই দ্বীপ রাষ্ট্রটিতে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর। ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

আজ রবিবার (০৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

ভিএফএস গ্লোবাল জানায়, জাপা‌নি ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে প‌রিচালনা করা হচ্ছে। জাপানের ভিসা সু‌বিধা নিতে আবেদনকারীরা ঢাকায় আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে যেতে পারেন।