আন্দোলনে ভিক্ষুকের পায়ে গুলি, বের করা হল ১১০ দিন পর

আন্দোলনে
  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভিক্ষুক আয়েশা বেগমের (৭৬) বাম পায়ের গুলি ১১০ দিন পর বের করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পায়ে সফল অস্ত্রোপচার করে গুলিটি বের করা হয়।

আজ দুপর দেড়টার দিকে মুন্সিগঞ্জ জেলা শহরের মানিকপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে গুলিবিদ্ধ ওই নারীর পায়ে সফল অস্ত্রোপচার করেন ডা. এম এ মালেক মুরাদ।

আয়েশা বেগমের অভিযোগ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরও সহযোগিতা পাননি তিনি। গেছেন জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন ও জেলা প্রশাসনেও।

গত ৪ আগস্ট শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সংঘর্ষের মধ্যে মানিকপুর এলাকায় বা পায়ে গুলিবিদ্ধ হন আয়েশা। ওই দিন জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিলেও অগোচরে থেকে যায় পায়ে বিদ্ধ বুলেট। তিন মাস পর গত ১৭ নভেম্বর এক্স-রে করলে গুলি ধরা পড়ে। এরপর দফায় দফায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করলেও চিকিৎসা পাননি এই নারী।