আমিরাতে লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:১১ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:১১ AM

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট সাপ্তাহিক ই-ড্র লটারিতে এক মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মান্নান।
শুক্রবার (২৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মান্নান আবুধাবিতে ব্যবসা করেন এবং গত ২০ বছর ধরে একাই সেখানে বসবাস করছেন। তিনি ১২ বছর আগে বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন, যখন তার বন্ধুরা এ নিয়ে আলোচনা করতেন। তখন থেকে তিনি লটারির টিকিট কিনতে শুরু করেন। প্রথমে তিনি তার পাঁচ বন্ধুদের সঙ্গে প্রতি মাসে টিকিট কিনতেন, তবে পরবর্তীতে মাঝে মাঝে কিনতেন। সম্প্রতি তিনি দুটি টিকিট কিনে প্রমোশনাল অফারে আরও তিনটি টিকিট পেয়েছিলেন, যার মধ্যে একটি টিকিট তাকে এনে দিয়েছে প্রায় তিন কোটি টাকার পুরস্কার।
লটারির জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় মান্নান বলেন, "যখন বিগ টিকিট থেকে ফোন পেলাম, আমি সত্যিই আনন্দিত হয়ে পড়ি। আমার ভেতরে এক ধরনের অনুভূতি ছিল, আজই আমি লটারি জিতব।"
এখনও পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেননি, জেতা টাকা কীভাবে ব্যবহার করবেন, তবে তার পরিকল্পনা রয়েছে নিজের ব্যবসার পরিধি বাড়ানোর। তিনি জানিয়েছেন, তিনি বিগ টিকিটের টিকিট কেনা অব্যাহত রাখবেন এবং অন্যদেরও এটি কেনার জন্য উৎসাহিত করবেন।