দীর্ঘ পাঁচ মাস পর প্রক্টর পেলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

বেরোবি
  © ফাইল ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দীর্ঘ পাঁচ মাস পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) নিযুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়টির আইন-শৃংখলা রক্ষাসহ সুষ্ঠুভাবে একাডেমিক ও প্রশাসনিক কর্ম-পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের সংবিধির ১৮(১) ধারা অনুযায়ী ০২ (দুই) বছরের জন্য শিক্ষকগণ-কে প্রক্টর (ভারপ্রাপ্ত), সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাইনুল ইসলাম, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতসিংহ শুভ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল মাওয়া মুন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টরগণ-কে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হলো। তাঁরা উক্ত দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির কাজ অনেক। বিশেষত বর্তমান প্রেক্ষাপটে এই কাজটি অনেক চ্যালেঞ্জিং। এরপরেও আমাদের উপর অর্পিত এই দায়িত্ব অনেক পবিত্র। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যেন নিরাপদ একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ পায়, সেটি সুনিশ্চিত করতে বর্তমান প্রক্টরিয়াল বডি নিরলসভাবে কাজ করবে। আমাদের উপর আস্থা রাখায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ড. মো. ফখরুল ইসলাম প্রক্টর পদে দায়িত্ব পালনের পর থেকে পদটি শূন্য ছিল।