বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার সুখবর

শ্রমিক
  © ফাইল ছবি

বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল মালয়েশিয়া। গত বছর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ না পাওয়া ১৮ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে ৭,৯৬৪ জন কর্মী দেশটিতে যেতে পারবেন।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে কর্মীদের মালয়েশিয়া যাওয়ার বিষয়ে জটিলতার কথা জানান।

সাইফুদ্দিন, বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন, যাতে যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে কর্মীদের পাঠানো হয়। এ কমিটি গত এক মাসে দুটি বৈঠক করে এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ১৮ হাজার কর্মীর মধ্যে ৭,৯৬৪ জনকে প্রথম ধাপে মালয়েশিয়া যাওয়ার জন্য বাছাই করেছে।

এ বিষয়ে কমিটি আরও জানাবে কবে এবং কীভাবে এসব কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়, এবং ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় ৪ লাখ ৫০ হাজার কর্মী সেখানে পাঠানো হয়। তবে টিকিট জটিলতার কারণে ১৮ হাজার শ্রমিক যেতে পারেননি।