ক্লাসরুমেই শিক্ষিকার সঙ্গে ছাত্রের বিয়ে; ভিডিও ভাইরাল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:২৮ PM

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি কলেজের ক্লাসরুমে প্রথম বর্ষের এক ছাত্র তার অধ্যাপকের সঙ্গে সিঁদুর পরিয়ে এবং মালা বদল করে বিয়ে করছেন। এই ঘটনা ১৬ জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়ার হরিণঘাটায় অবস্থিত মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির (ম্যাকাউট) অধিভুক্ত হরিণঘাটা কলেজে ঘটেছে।
ভিডিওতে সাইকোলজি বিভাগের প্রধান পায়েল ব্যানার্জি কনের সাজে দেখা যাচ্ছেন, পরনে ঝলমলে শাড়ি, হাতে শাঁখা, কপালে টিকলি এবং পান পাতা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। অন্যদিকে, ছাত্রটি জিনস ও হুডি পরিহিত, কিন্তু তার গলায় রজনীগন্ধার মালা। ভিডিওতে আরো দেখা যায় যে, ছাত্রটি অধ্যাপককে সিঁদুর পরিয়ে দেন এবং গোলাপও প্রদান করেন। এ দৃশ্যটি ক্লাসরুমের মধ্যে ঘটে, যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে হৈচৈ পড়ে যায়।
এ বিষয়ে ম্যাকাউটের উপাচার্য তাপস চক্রবর্তী বলেন, "এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য অস্বস্তিকর, এবং এটি খতিয়ে দেখা দরকার।" তিনি আরো উল্লেখ করেন যে, অধ্যাপক পায়েল ব্যানার্জিকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তিন সদস্যের একটি কমিটি তদন্ত শুরু করেছে। ছাত্রটির পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাদের উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
অভিযুক্ত অধ্যাপক পায়েল ব্যানার্জি দাবি করেছেন, এটি একটি নাটকের অংশ ছিল, যা ফ্রেশার্স অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করা হয়েছিল। তিনি জানান, ভিডিও ছড়ানোর পেছনে একটি সহকর্মী অধ্যাপক রয়েছেন, যিনি বিভাগের প্রধান হতে চাচ্ছেন এবং তার অভিযোগ, সেই অধ্যাপকই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
সূত্র: এনডিটিভি