মেট্রোরেলের ভাড়ায় অসন্তোষ বিএনপির

রাজনীতি
মেট্রোরেলের ভাড়ায় অসন্তোষ বিএনপির  © সংগৃহীত

যাত্রী‌দের জন্য মে‌ট্রো‌রে‌লের ভাড়া নির্ধারণে আইন ও বিধিমালা লঙ্ঘন করা হয়েছে বলে দাবি ক‌রে‌ছে বিএনপি। সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। 

সোমবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, মেট্রোরেলের ভাড়ার পরিমাণ দেশের বেসরকারি বাসভাড়ারও দ্বিগুণ। এমনকী, ভারত এবং পাকিস্তানের মেট্রোরেলের ভাড়ার চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। ঢাকা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার দ্বিগুণ এবং কলকাতা মে‌ট্রো‌রে‌লের ৩ গুণ। ঢাকার ২০ কিলোমিটারের ভাড়া কলকাতার ৪ গুণ, নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের ৩ গুণ এবং লাহোরের ভাড়ার চেয়ে সাড়ে ৫ গুণ বেশি।

সংবাদ সম্মেলনে দেশের প্রবীণ প্রকৌশলী পানি ও নদী বিশেষজ্ঞ ম ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ও টকশো সঞ্চালক সাংবাদিক জিল্লুর রহমানকে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নজরুল ইসলাম খান।  

প্রসঙ্গত, আগামীকাল প্রথমবা‌রের ম‌তো দে‌শে চালু হ‌তে যা‌চ্ছে মে‌ট্রো‌রেল সা‌র্ভিস। প্রধানমন্ত্রীর উ‌দ্বোধ‌নের পর ২৯ ডি‌সেম্বর থেকে উত্তরা থে‌কে আগারগাঁও পর্যন্ত নাগ‌রিক‌দের জন্য টি‌কি‌টের বি‌নিম‌য়ে চালু করা হ‌বে মেট্রোরেল।