আচরণবিধি লঙ্ঘন নিয়ে আজমত উল্লার দুঃখপ্রকাশ, সন্তুষ্ট ইসি

মেয়র
  © ফাইল ছবি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনে নৌকার মেয়র প্রার্থী আজমত উল্লা খান। এতে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৭ মে) দুপুরে গাজীপুর সিটি নির্বাচনে প্রচার প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশনে হাজির হন নৌকার মেয়র প্রার্থী আজমত উল্লা খান।

এসময় ইসির আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে দুঃখপ্রকাশ করেন আজমত। এরপর আজমত উল্লার দুঃখপ্রকাশে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানান সিইসি।

গত ২৭ এপ্রিল বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নির্বাচনী আচরণবিধি না মানায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে কারণ দর্শাও নোটিস দেয় নির্বাচন কমিশন।

নির্বাচনে আচরণবিধি নিয়ে ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে সতর্ক করা হয়েছে। পাঁচ সিটি নির্বাচন ঘিরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্পিকারকেও অনুরোধ জানায় কমিশন।

আগামী ২৫ মে ভোট হবে গাজীপুর সিটি কর্পোরেশনে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।