ঢাকায় প্রবেশ পথে তল্লাশী, ভোগান্তিতে যাত্রীরা

রাজনীতি
ঢাকায় প্রবেশ পথে তল্লাশী  © সংগৃৃহীত

বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশপথ আমিনবাজার ব্রিজে প্রতিটি গাড়ি তল্লাশী করছে পুলিশ। এতে ঢাকামুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকায় আসার পথে বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালিয়ে বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে বাড়তি পুলিশের উপস্থিতি দেখা যায়। গাবতলীতে গিয়ে দেখা যায় আমিনবাজার ব্রিজে ঢাকামুখী প্রতিটি গাড়িতে তল্লাশী চালাচ্ছে পুলিশ। 

শুধু আমিনবাজারেই নয়, এই পথে আসতে সাভারের বিরুলিয়া ব্রীজ, ঢাকা-আরিচা মহাসড়কসহ শাখা সড়কগুলোতে পথে পথে পুলিশের তল্লাশী চলছে। এসব তল্লাশীতে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চেয়ারম্যানসহ ৮ নেতা কর্মী আটক করা হয়েছে বলেও অভিযোগ করেছে সাভার থানা বিএনপি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সেলিম জানান, ঢাকায় আসার পথে তাদের বাস আটকে দেয়া হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সাভারের বলিয়ারপুরে আটকা রয়েছেন।

কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করেন, ঢাকার পল্টনের সমাবেশে যোগ দেয়ার পথে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ জেলা ছাত্রদলের ১৩ জন নেতাকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে গিয়েছে পুলিশ। অন্যদিকে মাদারীপুর থেকে ঢাকার সমাবেশে আসার পথে পদ্মা সেতু দক্ষিণ থানায় দুইটি বাসসহ নেতা-কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বিএনপির সমাবেশের কারণে সাভারের বলিয়ারপুর থেকে ঢাকাগামী রাস্তা আইন-শৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিয়েছে। এতে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে ঢাকা-আরিচা মহাসড়কে। সাভার থেকে পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ। 

এদিকে তল্লাশীর কারণে সড়কে যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করছেন অনেকে। 

উল্লেখ্য, মানুষের ‘ভোটাধিকার’ আদায়ের লক্ষ্যে দুপুরে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট। এ উপলক্ষে জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি। অপরদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধ একই সময়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুই দলকেই ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।