বিএনপি নেতা চাঁদকে আর রিমান্ডে না নিতে নির্দেশ দিলেন হাইকোর্ট
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৪:০৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৩, ০৪:০৭ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিভিন্ন জেলায় হওয়া মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে বারবার রিমান্ড না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
চাঁদকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানি নিয়ে রোববার (১৬ জুলাই) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের নামে গত ২১ মে রাতে মামলা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।
উল্লেখ্য, গত ১৯ মে বিএনপির ওই বিক্ষোভ সমাবেশে হুমকি দিয়েই লাপাত্তা হন আবু সাঈদ চাঁদ। এরপর ২৫ মে রাজশাহী শহরের কোর্ট ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে গণমাধ্যমকর্মীদের সামনে চাঁদকে আনা হয় এবং গ্রেফতারের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।