বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে

রাজনীতি
খালেদা জিয়া  © সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে। মেডিকল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানস্থ বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের পথে রয়েছেন খালেদা জিয়াকে বহনকারী গাড়ী।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসপাতালে রওনা দেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতারা সাথে রয়েছেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ গত ১৩ জুন রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন।