ছাত্রলীগের সমাবেশ
মিছিলে-স্লোগানে মুখোরিত সোহরাওয়ার্দী উদ্যান
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ PM

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকেল ৩ টায় ছাত্রসমাবেশ করছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের এই সমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশ ঘিরে সাজসাজ রব। এরইমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। আরও অনেকে আসছেন। ৫ লাখের বেশি নেতাকর্মীরা জমায়েত আশা করছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে এই ছাত্র সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকেল ৪টায় সমাবেশস্থলে পৌঁছানেরা কথা রয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়। অনেকে সমাবেশ স্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করছেন।
এই সমাবেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে শপথ নেবে ছাত্রলীগ।
ছাত্রসমাজের পাশাপাশি তরুণ ভোটারদের মাঝে পৌঁছাতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের বার্তা নিয়ে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নেমে পড়বেন নৌকার জন্য ভোট প্রার্থনায় এমনটা প্রত্যাশা করছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। সমাবেশে আগত ছাত্রসমাজের স্লোগান ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।