ছাত্রলীগ নেতাদের পেটানোর প্রতিবাদ ঢাবির জিয়া হল ছাত্রলীগের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ PM

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে বেদম মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ। এ ঘটনায় জড়িত সকলের বিচারের দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ।
আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে হল ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত স্বাক্ষরিত এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন নাঈম এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক জনাব শরীফ আহমেদ মুনিমকে গতকাল রাতে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের নেতৃত্বে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানবিক, নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগ পুলিশের এই পৈশাচিক কর্মকান্ডের প্রতি তীব্র নিন্দা জানাই।’
এতে আরো বলা হয়, ’বাংলাদেশ পুলিশের মত মহান পেশাকে মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগ সর্বদা সম্মান করে, তবে যারা এই পেশাকে কলুষিত করতে চায় তারা দেশের শত্রু। একইসাথে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে, রাজপথে নেমে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
এর আগে গত শনিবার দিবাগত রাতে পুলিশের ৩১ ব্যাচের ক্যাডার এডিসি হারুন ৩৩ ব্যাচের আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের ওই দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন ক্যাডার কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরই জেরে পুলিশ ডেকে এনে তাদেরকে থানায় নিয়ে নির্মম নির্যাতন করা হয়। এ ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান ও পুলিশ কর্মকর্তারা রাতেই থানায় ঘটনার মীমাংসা করেন।
এ ঘটনার পর আজ রবিবার দুপুরে হারুনকে প্রত্যাহার করার ঘোষণা আসে। ডিএমপির সদর দপ্তরে তাকে সংযুক্ত করা হবে বলে জানান ডিএমপি কমিশনার গোলাম ফারুক।