‘বিএনপি আমলে সার চাইতে গিয়ে কৃষকদের জীবন দিতে হয়েছিল’

প্রধানমন্ত্রী
গণভবনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © ইয়াসিন কবির জয়

বিএনপি আমলে সার চাইতে গিয়ে কৃষকদের জীবন দিতে হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই সকল মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে পেরেছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। বিএনপি আমলে সার চাইতে গিয়ে কৃষকদের জীবন দিতে হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ কৃষকদের সব সুবিধা নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে খালেদা জিয়া। আজকে কৃষকের ঘরে সার পৌঁছে যায়। তাদের কৃষি উপকরণ কার্ড দিয়েছি। এটা দিয়ে কৃষি উপকরণ কিনতে পারে। ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এর মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের কাছে পৌঁছে যায়। জেলেদের ৪০ কেজি করে চাল দিই।’

আরও পড়ুন:- ডিম আমদানি করবে সরকার, ডিমসহ আলু-পেয়াজের দাম নির্ধারণ

সরকার প্রধান বলেন, আমাদের করা ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তরুণরা স্বাবলম্বী হয়ে উঠছে। এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও সম্পৃক্ত করতে জনপ্রতিনিধিদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের দাবি-সমস্যার কথা শোনার আহবান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হবো। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এর বিরুদ্ধে সবাইকে দাড়াতে হবে। সবাইকে সচেতন হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ