‘দেশের গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে, আওয়ামী লীগের নেতারা ব্যস্ত সেলফিতে’
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ AM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ AM

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে বড় সমাবেশ করেছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এ সমাবেশে নেতাকর্মীর ঢল নামে। সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, দেশের গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে থাকলেও আওয়ামী লীগের নেতারা ব্যস্ত সেলফিতে।
গায়েবি মামলা ও গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ এ আন্দোলনের সঙ্গে সারাবিশ্ব রয়েছে। সবাইকে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে হবে। দানবীয় সরকারের হাত থেকে দেশ, গণতন্ত্র ও জাতিকে রক্ষা করতে হবে। এ সময় নেতাকর্মী বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার শপথ করেন।
সমাবেশের আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সোমবার এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সমমনা সব দল ও জোটকে নিয়ে এ আন্দোলন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এককভাবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন– ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ শনিবার রংপুর থেকে শুরু হচ্ছে রাজশাহী অভিমুখে রোডমার্চ। দেশের পাঁচ বিভাগে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
নয়াপল্টনের সমাবেশে নেতাকর্মীর সাজা ও মামলার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরকার তত অজুহাত খাড়া করে গায়েবি মামলা ও গণগ্রেপ্তার চলাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন ব্যাহত করতেই এটি করা হচ্ছে।
চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতার বিরুদ্ধে মামলার পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এভাবে মিথ্যা, গায়েবি মামলা ও আটক করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা আর মামলাকে ভয় পাই না। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছি। আন্দোলন সফল হবেই।