সরকারকে পদত্যাগে বাধ্য করে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে: মির্জা আব্বাস

রাজনীতি
মির্জা আব্বাস  © সংগৃৃহীত

সরকারকে পদত্যাগে বাধ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রোড মার্চের উদ্বোধনী সমাবেশে মির্জা আব্বাস এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘সারা দেশের মানুষ উদ্দীপ্ত, উদ্বেলিত-উচ্ছ্বসিত এবং আবেগতাড়িত মনবেদনায় অস্থির। একদিকে বিজয় আনন্দ, আরেক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন। খালেদা জিয়ার পক্ষে বারবার আবেদন করা হলেও সরকার বিদেশের চিকিৎসার সুযোগ দিচ্ছে না।’ 

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমি ম্যাডামকে (খালেদা জিয়া) দেখতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত অসুস্থ। আমি তখন ম্যাডামকে বলে এসেছি—দেশবাসী অত্যন্ত চিন্তিত। মানুষ আপনার জন্য দোয়া করছেন। সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাব।’

মির্জা আব্বাস বলেন, ‘দেশের অর্থনীতির খুব খারাপ অবস্থা।  বাংলাদেশে এখন ডলারের রিজার্ভ নেই বললেই চলে। অর্থনীতিবিদরা বলছেন, ২০০৯ সালে বাংলাদেশের ঋণখেলাপি ছিল ২১ হাজার কোটি টাকা। আজকে বাংলাদেশের ঋণখেলাপির পরিমাণ ১০৯ হাজার কোটি টাকা। এই টাকা কে খেল, এই টাকা গেল কোথায়? আপনার টাকা, আমার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা কোথায় গেল জনগণ জানতে চায়?’

সরকার পতনের এক দফা দাবিতে এবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি। ১৬০ কিলোমিটার দীর্ঘপথে মাগুরায় দুটি, যশোরে তিনটি ও খুলনার প্রবেশমুখে একটি পথসভা হবে। খুলনা শহরের শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সমাপনী সমাবেশের মাধ্যমে রোড মার্চ শেষ হবে। রোড মার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। 

সরকারের পদত্যাগ দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট ও বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত চারটি রোড মার্চ করেছে তারা। এ ছাড়া রাজধানীতে একাধিক সমাবেশ করেছে তারা।

এদিকে আগামী ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ অনুষ্ঠিত হবে।