আমেরিকা থেকে শেখ হাসিনা খালি হাতে উড়ে এসেছেন: ফখরুল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৪ PM

শেখ হাসিনা আমেরিকা থেকে খালি হাতে উড়ে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। তিনি বলেন, বহু চেষ্টা করেছেন ভিসা নীতি বাতিল করে নিজেদের রক্ষা করতে, কিন্তু ব্যর্থ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারি মাঠে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা আমেরিকা থেকে উড়ে এসেছেন খালি হাতে, বহু চেষ্টা করেছেন ভিসা নীতি বাতিল করে নিজেদের রক্ষা করতে। তারা বিদেশিদের বোঝাতে বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিদেশিরা তাদের কথা শোনে নাই। সাড়া দেয়নি।’
শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট চুরি নির্বাচন মেনে নেবে না। এ দেশের মানুষ আগের মতো ভোট চুরি নির্বাচন করতে দেবে না। এবার নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। তাদের বিনা ভোটে ক্ষমতা যেতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। আজ সব গণতান্ত্রিক শক্তি এক জোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে তারা ভয় দেখায়। ভয়ে কোনো কাজ হবে না।’
তিনি আরও বলেন, ‘একটি ফ্যাসিবাদী লুটেরা সরকার অত্যাচার নির্যাতন করে আমাদের বুকের ওপর চেপে বসে আছে। এ সরকার দেশের জনপ্রিয় নেতা আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা ও সাজা দিয়ে আটকে রেখেছে। তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তারা জানে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলেই তারা শেষ। বাংলাদেশের গণতন্ত্র থাকবে কী থাকবে না এবার নির্ধারণ হবে। তারা নাকি উন্নয়ন করছে।
মির্জা ফখরুল বলেন, তারা আজ রূপপুরে ইউরেনিয়াম নিয়ে আসছে। ইউরেনিয়ামের কারণে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যাবে। কোনো নিরাপত্তা বিধান না করে আজ দুর্নীতির করার জন্যই এমন প্রকল্প নিয়ে আসছে সরকার।
তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রেখেছে। হাজার হাজার নেতা–কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’