বিএনপির আল্টিমেটামে নতুন কিছু নয়, ২০১২ থেকে দিয়ে আসছে: হানিফ

রাজনীতি
মাহবুবুল আলম হানিফ  © ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির আল্টিমেটামে কোনো নতুন কিছু নয়। ২০১২ সাল থেকে এই আল্টিমেটাম দলটি দিয়ে আসছে। দশ বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতনের যে আল্টিমেটাম দিয়েছেন এরপর দশ বছর পার হলেও শেখ হাসিনা এখনো রাষ্ট্র ক্ষমতায় আর অন্যদিকে যিনি আল্টিমেটাম দিয়েছিলেন তিনি কোথায় সে প্রশ্ন করেন তিনি।

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মাহবুবুল আলম হানিফ আরো বলেন, আন্দোলনের নামে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি। যারা আমেরিকার স্যাংশন নিয়ে এতো খুশি হয়েছে তাদের নেতাই ২০০৮ সালে দেশে প্রথম স্যাংশন খেয়েছিলো। কিন্তু তাদের লজ্জা নেই বলেই তারা এখন স্যাংশন নিয়ে খুশি হয়েছে। 

সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন , মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


মন্তব্য