হাসপাতালে আগুন

বিএনপি-জামাত ইসরায়েলের কাছ থেকে শিক্ষা নিচ্ছে বলে ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী   © ইয়াসিন কবির জয়

ইসরায়েল ফিলিস্তিনের হাসপাতালে বোমা মেরে বাচ্চাদের হত্যা করেছে। বিএনপি-জামাতও হাসপাতালে গিয়ে আগুন দেয়। তাহলে তারা কাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে? প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধামন্ত্রী বলেন বিএনপি এখন অবরোধ দিয়েছে। এর আগেও তারা অবরোধ দিয়েছিল। খালেদা জিয়া অবরোধ দিয়ে সঙ্গে ৬০-৬৫ জন নেতাকে নিয়ে অফিসে বসে থাকত। কিন্তু শেষ পর্যন্ত তারাই অবরুদ্ধ হয়েছিল। জনগণ কিন্তু তাদের অবরোধ মানেনি।

আরও পড়ুন:- অপকর্ম করতে আবারও অবরোধ দিয়েছে বিএনপি: কাদের

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ফিলিস্তিনে হাসপাতালে বোমা মেরেছে। যেখানে মা ভেবেছিল এখানে আমার বাচ্চাকে নিয়ে থাকলে হয়তো নিরাপদ থাকব। কিন্তু ইসরায়েল সেখানেই বোমা মেরে তাদের হত্যা করেছে। আর আমাদের দেশে কী দেখলাম? বিএনপি-জামায়াত হাসপাতালে গিয়ে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পোড়ায় ও ভাঙচুর করে। তাহলে এরা কোথা থেকে কী শিক্ষা পাচ্ছে, সেটাই আমাদের প্রশ্ন। আমরা যখন বিশ্বের কোথাও নির্যাতন হলে পাশে দাঁড়াই। ফিলিস্তিনের জন্য আমরা খাবার-ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছি। আমরা যখন ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই, তখন এদের (বিএনপি) মুখে কিন্তু এই ব্যাপারে একটা কথাও নাই।

তিনি বলেন, এই যে ফিলিস্তিনের জনগণের উপর এতো অত্যাচার-নির্যাতন, নারী-শিশু হত্যা। তারা (বিএনপি) কি একবারও প্রতিবাদ করেছে, করেনি। তাহলে তারা কাদের তাঁবেদারি করে? কাদের পদলেহন করে লাফালাফি করে, সেটাই প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, এটা ভুললে চলবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। কিন্তু বাংলাদেশের জনগণই সমস্ত ক্ষমতা রাখে। বাংলাদেশের জনগণই কিন্তু এই দেশ স্বাধীন করে অস্ত্র হাতে তুলে নেয়। আজকে যখন দেশ গত ১৫ বছরে অনেক এগিয়ে গেছে, দেশের মানুষ শান্তিতে আছে, তখনই তারা অস্বস্তিতে ভোগে। বিএনপি-জামায়াতের যন্ত্রণা হয়।


মন্তব্য


সর্বশেষ সংবাদ