অবরোধের মুখে সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি
  © ফাইল ছবি

বিএনপি ও জামায়াতের চলমান অবরোধের মুখে ঢাকাসহ ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশের সদস্যরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরের দিন (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। 

হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুদিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে অবরোধ কর্মসূচি পালন করছে।

এদিকে গত কয়েকদিন ধরে টানা হরতাল ও অবরোধে ব্যাপক ভোগান্তিতে পড়েছে রাজধানীসহ সারা দেশের মানুষ। গণপরিবহনের স্বল্পতা এবং জ্বালাও-পোড়াওয়ের মাঝে আতঙ্কে দিন কাটাচ্ছে দেশবাসী। কখন কোনদিক থেকে কোথায় আগুন লাগায় কেউ জানে না।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিএনপির ডাকা প্রথম দফার তিনদিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ৩১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


মন্তব্য