বিএনপি-জামাতের অবরোধ
রাজধানীর খিলক্ষেতে আরও একটি বাসে আগুন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৮ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৮ PM

রাজধানীর ঢাকার খিলক্ষেতে ফ্লাইওভারের পাশে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আকাশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের সহযোগিতায় কাজ করছে।
এর আগে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুর ২টার পর বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিকল্প অটো সার্ভিস পরিবহনের ওই বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরের দিন (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি।
হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুদিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে অবরোধ কর্মসূচি পালন করছে।
এদিকে গত কয়েকদিন ধরে টানা হরতাল ও অবরোধে ব্যাপক ভোগান্তিতে পড়েছে রাজধানীসহ সারা দেশের মানুষ। গণপরিবহনের স্বল্পতা এবং জ্বালাও-পোড়াওয়ের মাঝে আতঙ্কে দিন কাটাচ্ছে দেশবাসী। কখন কোনদিক থেকে কোথায় আগুন লাগায় কেউ জানে না।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিএনপির ডাকা প্রথম দফার তিনদিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ৩১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।