তাঁতীবাজারে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ PM

দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিনে রাজধানীর পুরান ঢাকার বংশালে ‘আকাশ’ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জ্যামে আটকে থাকা যাত্রীবাহী বাসটিতে বাহির থেকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাসের চালক ও সহকারী।
বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ পরিবহনের একটি বাস বাবুবাজার ব্রীজ থেকে নেমে নয়াবাজারে এসে তাঁতীবাজার মোড়ের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেটিতে কয়েকজন যুবককে বাহির থেকে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। বাসটিতে থাকা যাত্রীরা হামাগুড়ি দিয়ে নেমে যায়। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও তাদের মনে আতংক বিরাজ করেছে।
এদিকে সদরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোয়াজ্জেম হোসেন জানান, আগুন লাগার খবর পেয়েছি ৭টা ২৫ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছানোর সময় ছিলো ৭টা ৩৩ মিনিট। আমরা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করেছে।
বাসটির চালক মিরাজ জানান, আমি বাসের স্ট্যায়ারিং এ বসা ছিলাম। হটাৎ পেছন থেকে ধুয়া দেখতে পেয়ে নীচে নেমে দেখি পুরো বাসে আগুন ধরে গেছে। পুরো বাসটিই যাত্রীতে লোড ছিলো। সাথে সাথে সবাই নেমে পড়ায় কেউ আহত হয়নি। আমার মালিকের অনেক টাকা লছ হয়ে গেছে।
বাসের কন্টাক্টর নয়ন জানান, জ্যামে বসে থাকায় আমি মাত্র ভাড়া কাটা শুরু করি। তখনই বাসে আগুন দেখতে পাই। সবাইকে দ্রুত নামতে বলি। এতোটুকুই মুহুর্তের মধ্যে পুরো বাসে আগুন লেগে যায়৷ আমরা কিছুই করতে পারিনি।
বংশাল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘটনাস্থলটি থানার পাশেই হওয়ায় আমরা তৎক্ষণাৎ স্পটে যাই। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর বাসটিকে রেকারে দেয়া হয়েছে। আটককৃত ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। বাসে অনেক যাত্রী ছিলো। তবে কেউ আহত বা নিহত হয়নি৷ ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। পুড়ে যাওয়া বাসটি থানায় আনা হয়েছে।
এদিকে সদরঘাটগামী বাস চলাচল সীমিত আকারে চলছে। বাসে যাত্রী সংখ্যাও কম। যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। হরতালকে কেন্দ্র করে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। তাঁতীবাজার মোড়ে ও রায় সাহেব বাজার মোড়ে ট্যাঙ্কার সহ টহল দিতে দেখা গেছে।
এর আগে শনিবার তাঁতীবাজার মোড়েই ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় একজন আটক করেছে পুলিশ।