তফসিল ঘোষণা না করতে আহ্বান জানিয়েছে বিএনপি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৬:২৯ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৬:২৯ PM

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ঠিক না করে তফসিল ঘোষণা না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের মহাসচিব কারাগারে থাকা অবস্থায় সংলাপ কার সাথে কে করবে, এই প্রশ্ন তুলে তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপি নেতারা জানান, আন্দোলন চলছে চলবে। তবে এর পরের কর্মসূচী কি হবে, তা নীতিনির্ধারকরা ঠিক করবেন।
এর আগে গতকাল মঙ্গলবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার জন্য বিরোধী দলের দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৪২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।
আরও পড়ুন:- স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিল বিএনপির ১২৫ নেতা
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে আজ বুধবার। এর আগে ভোটগ্রহণের দিন ঠিক করতে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার আগে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এ বৈঠক হচ্ছে।
বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত আছেন।
বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর তপশিল ঘোষণা করা হবে। বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।