জানা গেল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরুর তারিখ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৯:২০ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৯:২০ PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এর আগে নির্বাচনের তফসিলকে স্বাগত জানায় আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন:- তফসিল ঘোষণার বিরুদ্ধে আগামীকাল সারাদেশে আধাবেলা হরতালের ডাক
ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেল তা থামানোর ক্ষমতা বিএনপির নেই।
সংলাপের সুযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়।
রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ১৭ নভেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।