হরতাল-অবরোধ

যাত্রী নেই; ঘুমিয়ে-গল্প ও আড্ডাবাজি করে সময় পার করছে স্টাফরা

হরতাল-অবরোধ
  © সংগৃৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের দ্বিতীয় দিনে পর্যাপ্ত যাত্রী না থাকায় বাস টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস। যাত্রীশূন্য টার্মিনাল সকাল থেকেই স্থবির। ঘুমিয়ে, ঘুরে ফিরে, গল্প করেই সময় পার করছেন অধিকাংশ বাসের স্টাফরা। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর মহাখালী টার্মিনাল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, টার্মিনালের প্রবেশপথেই কয়েকজন বাসের স্টাফ আড্ডা দিচ্ছেন। যাত্রীর আশায় সকাল থেকে প্রস্তুত থাকলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ার কারণে বাস ছাড়েনি।  

বিভিন্ন বাসের স্টাফরা বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে। এখনই খাওয়ার এবং দৈনিক চলাফেরার টাকা নেই। বাড়িতে টাকা দিতে পারছি না। আবার সামনের সপ্তাহেও হরতাল আছে। এমন অবস্থা চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

টার্মিনালের ভেতরে অন্যান্য কাউন্টার এবং যাত্রীদের অপেক্ষার জন্য নির্ধারিত কক্ষেও দেখা গেছে শূন্যতা। নেই কর্মব্যস্ততা ও কোলাহল। সেখানে ঘুমিয়ে আছেন কাউন্টার ও বাসের স্টাফ, চালক ও সহকারীরা।

আরও পড়ুন:- দেশের বিভিন্ন স্থানে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জের উজান-ভাটি কাউন্টারের স্টাফ সুরুজ বলেন, যাত্রী নাই। অলস সময় কাটাচ্ছি, মঘুমিয়ে থাকা ছাড়া আর তো কোনো কাজ নাই। বিকেলে অবরোধ শেষ হলে তখন হয়তো যাত্রী বাড়বে। তবে আমরা যে কোনো সময় বাস ছাড়ার জন্য জন্য প্রস্তুত।

অপরদিকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের ৯টি বাস ছেড়েছে বলে কাউন্টার থেকে জানানো হয়। কাউন্টারের ম্যানেজার রিয়াজউদ্দিন বলেন, সরকার নির্দেশিত নিরাপত্তা ব্যবস্থা মাথায় রেখেই বাস ছাড়া হচ্ছে। যাত্রীদের ভিডিও করে রাখা হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাস ছাড়ার জন্য। এক ঘণ্টায় একটি গাড়িও পূর্ণ হচ্ছে না। আমরা ৩০ করে সিট পূর্ণ হলেই বাস ছাড়ছি।

এদিকে গতকাল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি হবে নির্বাচন। তবে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো এই তফসিল প্রত্যাখ্যান করেছে। বামপন্থী গণতন্ত্র জোট আজ সারাদেশে হরতাল ডেকেছে। এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলন সরাদেশে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে।

বিএনপির অবরোধ ও অন্যান্য দলগুলোর হরতাল-বিক্ষোভকে কেন্দ্র করে টাঙ্গাইলে একটি ট্রেনে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। রাত তিনটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে ট্রেনের ৩টি বগি ভস্মীভূত হয়ে গেছে। যদিও কে বা কারা এই আগুন লাগিয়েছে তার নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে ভোরের দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাকওয়া পরিবহন নামের ওই বাসটির বডি ছাড়া আর সবকিছু ভস্মীভূত হয়ে গেছে।


মন্তব্য