চট্টগ্রাম-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
- ফটিকছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম-২ আসন থেকে ১২ প্রার্থী মনোনয়ন জমাদেন তার মধ্যে এই তিনজনের মনোনয়ন বাতিল করা হয়, ভোটারের স্বাক্ষর ‘ত্রুটিপূর্ণ’ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।