এবার রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন

বাসে আগুন
  © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।

বুধবার (২০ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, তেজগাঁও কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে দমকলকর্মীরা।

আগুনে হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে রাজধানীর ক্যান্টমেন্ট এলাকায় একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোরে বিএনপির ডাকা হরতালের মধ্যে নেত্রকোণা থেকে এসে ঢাকায় ঢোকার পথে মঙ্গলবার ভোরে অগ্নিনাশকতার শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস। এ ঘটনায় পুড়ে যায় ট্রেনটির তিনটি বগি। একটি বগি থেকে মা ও শিশুকন্যা সহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোররাতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহত এবং লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।