জরুরি সভা ডাকলো আওয়ামী লীগ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ PM

জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রোববার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি সভাটি অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা অংশ নেবেন।
বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “নির্বাচন পরবর্তীতে দলের নেতাকর্মীদের সার্বিক মূল্যায়ন, সামনে উপজেলা নির্বাচন…তাছাড়া রমজান মাসে মানুষের যাতে কষ্ট না হয়, দ্রব্যমূল্যের দিকটাও থাকবে, সেদিকে খেয়াল রাখাসহ নানা বিষয় উঠবে বৈঠকে।”
দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ভোটের পর গত সোমবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।