বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান আটক

বিএনপি
  © সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ  ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জেনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি। এ ছাড়াও ড. আব্দুল মঈন খানের পিএস বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং মনিরুজ্জামান নামে বিএনপির এককর্মীসহ ৩ জনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে গেছে পুলিশ। মিছিল থেকে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটকের খবর জানা গেছে। অন্য ৩ জনের নাম জানা যায়নি এখনো।