মহাখালী রেলগেট অবরোধ শিক্ষার্থীদের, ট্রেন চলাচল বন্ধ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৩:৩৫ PM
-11637.jpg)
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকার মহাখালী রেলগেটে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভকারীরা তাদের এক দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেন।
মহাখালী রেলগেট অবরোধ করায় ট্রেনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে আছে সড়কে যান চলাচলও। বনানী থেকে শাহীনবাগ পর্যন্ত শতাধিক যানবাহন আটকে রয়েছে।
একজন সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, 'সরকারকে অবিলম্বে এর সুরাহা করতে হবে। এই দুর্ভোগ আর সহ্য হচ্ছে না।'
দুপুর দেড়টার দিকে তিনি বলেন, 'সকাল থেকে একজন যাত্রীও পাইনি।