আন্দোলনটা সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

কোটা
  © ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধর আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলন ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘আন্দোলনটা সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।’ 

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই আন্দোলনটা সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। প্রধান বিচারপতি আদেশে বলে দিয়েছেন, তাদের (আন্দোলনকারীদের) বক্তব্য থাকলে আদালতে আসতে পারেন। তারা কিন্তু আসছে না। আমি একটি টকশোতে অনুরোধ করেছি (আন্দোলনকারীদের) কোনো একজন আইনজীবীর সাথে কথা বলেন। তারা বলছে, প্রশাসনিক আদেশ দিয়ে সরকার এটা (কোটা বাতিল কিংবা সংস্কার) করে দিতে পারে। যারা এটা বলছেন এবং তাদের (আন্দোলকারীদের) যারা বুদ্ধিদাতা, হয় তারা আইন জানেন না, নয় তারা তাদের ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আদালত আদেশ দিয়ে বাতিল (কোটা বাতিলের পরিপত্র) করে দিয়েছেন, সেখানে সরকার আরেকটা আদেশ দিয়ে কোটা বাতিল করতে পারে না। করলেও সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পর যেটা করার সেটা করতে হবে। তার আগে পারবে না। এই আন্দোলনের উদ্দেশ্য যদি কোটা বাতিলই হতো, তাহলে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা বলে দেবে সেটা তো কেউ আর পরিবর্তন করতে পারবে না।’