বিএনপি কার্যালয় থেকে ১০০ ককটেল উদ্ধার, শ্রাবণসহ গ্রেপ্তার ৭

বিএনপি
  © সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে এ অভিযান শুরু করেন ডিবি সদস্যরা। রাত ১টা পর্যন্ত চলা অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান হারুন অর রশীদ। বিএনপি কার্যালয় থেকে ১০০ পিস ককটেল উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তারের কথা জানান তিনি।

অভিযানে অংশ নেওয়া এক ডিবি কর্মকর্তা জানান, বিএনপি কার্যালয়ের নিচ ও তৃতীয়তলায় বিএনপি মহাসচিবের কক্ষ থেকে ব্যানার-ফেস্টুন উদ্ধার করা হয়। এ ছাড়া কার্যালয়ের বাথরুম থেকে ককটেল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বিএনপি কার্যালয়ের প্রধান ফটক খোলা ছিল। এ ছাড়া কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুলগামী উভয় সড়কের যানচলাচল বন্ধ রাখা হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ছাত্রদল। গতকাল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ছাত্রদল নেতারা।

বিএনপি কার্যালয়ে অভিযান শেষে ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ‘আমরা কয়েক দিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলাম। এরই পরিপ্রেক্ষিতে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শতাধিক ককটেল, চার বোতল পেট্রোল, বিপুলসংখ্যক লাঠিসোঁটা ও পাঁচ-সাতটির বেশি অস্ত্র পাওয়া গেছে।’

তিনি জানান, ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ ৮-১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।