নাশকতা নিয়ে ভুল বার্তা দিয়ে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সালমান এফ রহমান

সহিংসতা
  © ফাইল ছবি

গত কয়েকদিনের নাশকতা-সহিংসতা নিয়ে ভুল বার্তা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তবে দ্রুত অফিস-কারখানায় কর্মচাঞ্চল্য ফেরায়, বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা নেই বলেও জানান তিনি। 

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীতে আইএফআইসি ব্যাংকের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা-১ আসনের এই সংসদ সদস্য।

দেশে কয়েকদিনের সহিংসতা-নাশকতায় ক্ষতিগ্রস্তের মেট্রোরেল-সেতুভবন-বিটিভি ভবনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান আর অবকাঠামো। সহিংসতার জেরে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। ব্যাহত হয় উৎপাদন, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান-শিল্প কারখানা। 

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের কাছে একতরফাভাবে ভুল বার্তা তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি দাবি করেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সালমান এফ রহমান বলেন, ‘যেহেতু এক তরফা খবর (বিনিয়োগকারী) পেয়েছে, সেখান থেকে আমাদের ইমেজের সাংঘাতিক একটা ক্ষতি করা হয়েছে। কিন্তু এখন ইন্টারনেট আমরা অনেকটাই মেরামত করতে পেরেছি। এখন চলে এসেছে। এখন আস্তে আস্তে আপনারা দেখেছেন যে আমাদের সাইট অব দ্যা স্টোরিটাও চলে এসেছে।’ 

সালমান এফ রহমানের আশা, সাময়িক এই ক্ষতি দ্রুত কাটিয়ে উঠবে দেশ। অফিস-ব্যাংক -কারখানায় আবারও কর্মচাঞ্চল্য ফেরায় অর্থনীতির চাকাও পুরোপুরি সচল হচ্ছে।

সালমান এফ রহমান বলেন, ‘আমাদের অর্থনীতির ভিত্তিটা খুবই শক্ত আছে। স্বাভাবিক ভাবেই সাময়িকভাবে তারা একটু বিনিয়োগ নিয়ে, নিশ্চই তারা দেখতে চাইবে আমরা এটাকে কিভাবে ডিল করছি, কিভাবে আমরা রিকভার করছি। সেগুলো তারা দেখবে। কিন্তু আমি যেটা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমাদের আসল শক্তিটা বের করতে হবে।’ 

এর আগে রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন সালমান এফ রহমান। এর মধ্য দিয়ে, দেশের ১ হাজার ৪০০’র বেশি শাখা-উপ শাখায় চালু হলো এ সেবা।