৩ সমন্বয়ক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ডেকে নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা
  © ফাইল ফটো

ডিবি হেফাজতে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তবে তাদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়া হয়েছে, কাউকে তুলে আনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৬ জুলাই) রাতে চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাহিদ ইসলামসহ কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এ সময় তিনি আরও জানান, উন্নতি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। তবে পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল তুলে নেয়া হবে কারফিউ। সেজন্য দেশবাসীকে আরও কিছুদিন ধৈর্য ধরতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারফিউ শিথিলের সময় আরও বাড়বে কিনা জানা যাবে আজ।