হাছান মাহমুদ ও তাঁর পরিবারের সকল ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৪, ১০:৫৬ PM

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাছান মাহমুদকে আটক করা হয়।
এয়ারপোর্ট অ্যাভিয়েশন সিকিউরিটির এক কর্মকর্তা জানান, 'দিল্লিগামী বিমানে ওঠার চেষ্টা করছিলেন তিনি। পরে তাকে তাদের হেফাজতে নেয় বিমানবাহিনী।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। তাঁর পলায়নের পর একে একে পলাতে শুরু করে বিভিন্ন মন্ত্রী ও এমপিরা। এদের মধ্যে অনেকেই পালাতে সক্ষম হন। আবার অনেকেই পালানোর সময় বিমানবন্দরে ধরা পড়েছেন।