এবার ২১ আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৪, ০৩:১৯ PM
শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর থেকে এতদিন ২১ আগস্টকে গ্রেনেড হামলা দিবস পালন করে এসেছে আওয়ামী লীগ। তবে এবার ২১ আগস্ট ঘিরে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল ২১আগষ্ট ২০২৪ বুধবার যুবদল সব জেলা/ মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।
এর আগে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল জাতীয়তাবাদী দল।