অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি: ফখরুল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ১০:৪৬ PM
ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপির জন্য পথ পরিষ্কার বলে মনে করছেন অনেকেই। দলটি ইতোমধ্যেই ক্ষমতা গ্রহণের জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পরদিনই সমাবেশ করে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তোলে। এরপর অন্তর্বর্তী সরকারকে ৬ মাস সময় দেওয়া হবে বলে জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বন্যা ও বানভাসি মানুষের যখন হাহাকার পড়ে গেছে, তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গত রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের জনগণের প্রত্যাশার প্রতিফলন ছিল বলে সন্তোষ প্রকাশ করলেও নির্বাচন নিয়ে রোডম্যাপ না থাকায় নিজের হতাশার কথাও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই আলোচনা সভা হয়
মির্জা ফখরুল বলেন, 'প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলেছেন। কোন কোন বিষয়ে সংস্কার হবে সেটারও কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি, এগুলো অল্প সময়ের মধ্যে সম্ভব না। যাই হোক আমাদের প্রত্যাশা ভালোর দিকে যাক… এটা জনগণের প্রত্যাশা।'
তবে নির্বাচনের রোডম্যাপ না থাকার ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দেবেন। আমরা গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ উনার বক্তব্যের মধ্যে পাইনি। ধোঁয়াশা এখনো পরিষ্কার হয়নি।'
'কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত' প্রধান উপদেষ্টার এই বক্তব্য উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, 'উনি সঠিক বলেছেন। অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে।'
'আমি আশা করব, আমাদের প্রধান উপদেষ্টা খুব দ্রুত সেই প্রক্রিয়াটির দিকে যাবেন এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন।'
এ বিষয়ে আবারও বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি। আর এই সময় নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে।
আজ বুধবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে।
মির্জা ফখরুল বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় কারা বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল বিএনপি তা ভুলে যায়নি। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে এসেছে, একটি নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে। তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বলেও জানান মির্জা ফখরুল। বলেন, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে।