জামায়াতের আমির
আমরা শহিদদের পরিবারের কাছে সান্ত্বনা দিতে নয়, অনুপ্রেরণা নিতে এসেছি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৮:৩৮ PM
শহিদদের পরিবারের কাছে অনুপ্রেরণা নিতে এসেছি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা আজকে শহিদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়। বরং আমরা এসেছি অনুপ্রেরণা নেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান। শুধু শহিদদের হাশরের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ। আজকে আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নারায়ণগঞ্জে শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আমার আফসোস এবারের এই যুদ্ধে আমি শহিদের পরিবারের একজন হতে পারলাম না। এ সৌভাগ্য যাদের আল্লাহ দান করেছেন তাদের আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতাম। আমরা আজকে ঘোষণা করতে এসেছি আমরা আপনার পরিবারের সদস্য হতে চাই। এ আন্দোলন সংগ্রামে জাতি, ধর্ম ও দলের মধ্যে কোনো ব্যবধান ছিল না। এখানে অন্য ধর্মের অনেক লোকও নির্মমভাবে মারা গেছেন। আমরা এদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
ডা. শফিকুর রহমান বলেন, জাতি হিসেবে আমরা ঋণী। আজীবন যেন এ জাতি এই ঋণের অনুমতি নিয়ে চলে এবং ঋণ আদায়ের চেষ্টা করে আল্লাহর কাছে।
তিনি আরও বলেন, আমি এই সরকার সম্পর্কে কিছুই বলব না। তাদের বিষয়টা আল্লাহর হাতে সোপর্দ করে দিলাম। রক্তের এক একটা ফোয়ারা মিলিত হয়ে রক্তের প্লাবন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এমন কোনো জনপদ নাই যেটা রক্তাক্ত হয় নাই। শহিদরা তো মহা সৌভাগ্যবান।