বর্তমান সরকারের সঙ্গেই কাজ করবে ভারত

ভারত
  © সংগৃৃহীত

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্কে কোন বদল এসেছে কি না, এই প্রশ্নের জবাবে বর্তমান সরকারের সঙ্গেই ভারত কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ ৩০ আগস্ট শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়া’স ফরেন পলিসি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এস জয়শঙ্কর একথা বলে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে একটি প্রশ্নের জবাবে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যে সরকার ক্ষমতায় আছে, তার সঙ্গেই আমরা কাজ করব, এটাই স্বাভাবিক।

তিনি বলেন, স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। রাজনৈতিক পরিবর্তনগুলোর কারণে কাজ ব্যাহত হতে পারে। এখানে স্পষ্টতই আমাদেরকে পারস্পরিক স্বার্থের দিকে নজর দিতে হবে।

জয়শঙ্কর বলেন, সবাই অবগত আছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী হয়েছে। দেখুন প্রতিবেশীরা সব সময়ই প্রহেলিকা। কোন দেশের তাদের প্রতিবেশীর সঙ্গে সমস্যা নেই বলুন তো?