ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার অধিকার কারও নেই: আমীরে জামায়াত

জামায়াত
  © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারও নেই। তিনি বলেন, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না।

আজ শনিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

শফিকুর রহমান বলেন, ‘রাজনীতিবিদরা শুধুই জাতির সেবক, তারা দেশের মালিকানা দাবি করতে পারবে না। সকল নাগরিক ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার পাবে। কোন ধর্মের ওপর জোর জবরদস্তি করার এখতিয়ার আল্লাহ কাউকে দেয় নাই।’

জামায়াতের এই আমীর বলেন, ‘ধর্ম যারা যার নিজস্ব পছন্দ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার অধিকার কারও নেই।’

অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে আমীরে জামায়াত বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশের গণমাধ্যম। সাংবাদিকেরা এখন তাঁদের বিবেক অনুযায়ী কাজ করবে। চিন্তার জগতে কোনো আপোষ নেই। সত্য প্রকাশে কাউকে পরোয়া করার সুযোগ নেই।