ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়: জামায়াতের আমীর
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ PM
জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়। আপনাদের একটা গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছে দেওয়া জামায়াতের উদ্দেশ্য।
সোমবার ২ সেপ্টেম্বর দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাহলে আবারো বাংলাদেশের ১৮ কোটি মানুষ তা রুখে দিবে। জামায়াতে ইসলাম সেই আন্দোলনে মানুষের সাথে থাকবে, পাশে থাকবে, অগ্রভাগে থাকবে।
এর আগে জামায়াতের আমীর শহীদ রুদ্র সেনের বাড়িতে গিয়ে তার স্বজনদের সাথে দেখা করেন। এ সময় তিনি শহীদ রুদ্রের পরিবারকে শান্তনা দিয়ে তাদের সহযোগির আশ্বাস দেন।