অমুসলিমরাও জামায়াতের সদস্য হতে পারেন, যদি শপথ নেন ৪ বিষয়ে

জামায়াতে
  © ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম সদস্যদের জন্য আলাদা ফরম প্রকাশ করেছে। এতে জামায়াতের বিভিন্ন সাংগঠনিক নীতির পাশাপাশি প্রাধান্য পেয়েছে ৪টি শপথ।

শনিবার (২৬ অক্টোবর) প্রকাশিত হয় জামায়াতের অমুসলিম ফরম। এতে উল্লেখিত শপথগুলো হলো-

১. বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য/সদস্যা হিসেবে জামায়াতের নিয়ম
শৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সাথে মানিয়া চলিব।
২. জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করিব।
৩. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিবার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করিব।
৪. উপার্জনে অবৈধপন্থা অবলম্বন করিব না।

এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে দলটি জানায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা একনিষ্ঠভাবে কাজ করবে, জামায়াতের নিয়ম শৃঙ্খলা এবং রাজনৈতিক সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে যারা গুরুত্ব প্রদান করবে তারা অমুসলিম হলেও জামায়াতের সদস্য হতে পারবে।

নাগরিক অধিকারের ক্ষেত্রে জামায়াত সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের একটি আদর্শিক অবস্থান রয়েছে। আদর্শিক অবস্থান ও নাগরিক অধিকার এক নয়। জামায়াত ব্যক্তি, গোষ্ঠী বা দলের নাগরিক ও রাজনৈতিক অধিকার হরণে বিশ্বাস করে না। সংগঠনের গঠনতন্ত্রের পরিশিষ্ট-১১ যা সুস্পষ্ট উল্লেখ করা আছে।

এদিকে শুক্রবার রাতে রংপুরের পীরগাছায় জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক হিসেবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসের নাম ঘোষণা করা হয়েছে।