জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে বিজয় নগর যাচ্ছে সার্জিস-হাসনাতরা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪২ PM
বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের জাতীয় পার্টির কর্মীরা আক্রমণ করেছে, আর এ কারণেই তাদের নিশ্চিহ্ন করতে বিজয় নগর যাচ্ছে সার্জিস ও হাসনাত আব্দুল্লাহরা। এমনটাই দুজন নিজেদের ফেসবুকে জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুকে লিখেছেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।
এরপরে তাদের প্রতিহত করার একটি ঘোষণা দেন। এ সময় সকলকে রাজু ভাস্কর্যে আসার আহ্বান জানান। তিনি লিখেছেন, রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
নিশ্চিহ্ন করার কথা এরপর সার্জিস আলমও জানান। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।