কোটাবিরোধী আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান: দুলু
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:১০ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১০:১০ AM
ছাত্র-জনতার ব্যাপক গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমান কোটাবিরোধী আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটাবিরোধী আন্দোলন। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল। ঠিক সেই মুহুর্তেই জাতির কান্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান।’
গতকাল রবিবার (১৭ নভেম্বর) বিকালে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে।
তবে ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, এই বনপাড়ার মাটিতে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি তার মৃত্যু নিশ্চিত করার জন্য এখানে আওয়ামী লীগের বিনাভোটের একজন এমপির হাসপাতালে তার রগ কাটা হয়েছে। আগামীতে এই মাটিতেই বাবুর খুনিসহ স্বেচ্ছাসেবক দল নেতা আলম ও যুবদল নেতা আবুল বাশারের খুনীদের বিচার করা হবে।
বিগত দিনে যারা বিএনপির ওপর অত্যাচার করেছে তাদেরকে দলে জায়গা দেওয়ার চেষ্টা করা হলে তার বিচার আগে করা হবে বলে জানান তিনি। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তানের জায়গা হবে না।
অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের ভালোমন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ, সময়ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করুন। এবারের গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা।