সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের

বৈষম্যবিরোধী
  © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশ ভারতীয় সম্পর্কের ক্ষেত্রে আপস, নম্রতা ও নতি স্বীকারের পথ অবলম্বন করেছে। কিন্তু এই দীর্ঘ সময়ে ফলাফল হয়েছে হতাশাজনক—প্রতারণা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবজ্ঞা।

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন হাসনাত। 

সময় এসেছে নতুন পথচলার জানিয়ে এ ছাত্রনেতা লেখেন, আগামী দিনে বাংলাদেশ ভারতের সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবে। আর কোনো অন্যায্য আপস মেনে নেওয়া হবে না।

তিনি লেখেন, আমরা যা ন্যায্যভাবে প্রাপ্য, তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব। বাংলাদেশ ভারতের ছায়ায় নয় বরং একজন আত্মবিশ্বাসী ও সক্ষম সহযোগী হিসেবে দাঁড়াতে চায়। প্রয়োজন হলে প্রতিযোগী হিসেবেও প্রস্তুত। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ কোনোভাবেই আপসযোগ্য নয়, এবং সেগুলো রক্ষায় আমরা দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত।

সাহসী বার্তার শেষে তিনি লেখেন, মাতৃভূমি অথবা মৃত্যু।