প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ'র ২৮ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার

ইউনূসের
  © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন সেহেলী সাবরিন এই তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে ৯ ডিসেম্বর। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে ভারতে এ বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও এর কোনো উত্তর দেয়নি দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার বিষয়ে সরকারের (পুলিশ/আদালত/হোম মিনিস্ট্রি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক নির্দেশ আসেনি। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে অতীতের মতই সু-সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা সরকারের।