জাতীয় ঐক্য গড়ে তুলতে ছাত্রদলের প্রতি ফখরুলের আহ্বান

ফখরুল
  © ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব চত্বরে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে দেশের সব কিছুকে ধ্বংস করে ফেলেছে। শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।”

বিএনপি মহাসচিব বলেন, “১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং রাজনীতি ধ্বংস করেছে। ছাত্র আন্দোলনকে দমন করতে শেখ হাসিনা হাজার হাজার ছাত্রকে হত্যা করেছেন।”

শেখ হাসিনার আমলে সারা দেশে দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, “যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে বৈষম্য থাকবে না। কিন্তু শেখ হাসিনার আমলে তা বেড়েছে। আমাদের উদ্দেশ্য হলো সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

ছাত্রদলের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আপনাদের কাজ হবে জ্ঞানভিত্তিক চর্চা চালিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখা।”

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।