মির্জা আব্বাস
'স্বাধীনতা পেয়ে অনেকেই বিএনপির বিরুদ্ধে কথা বলছে'
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, স্বাধীনতা পেয়ে অনেকেই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। তিনি জানান, কিছু লোক অভিযোগ করছেন যে বিএনপি আবারও ১/১১ (ওয়ান-ইলেভেন) পরিস্থিতি তৈরি করতে চাইছে। তিনি উল্লেখ করেন, ১/১১-এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে কেউ হয়নি।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “১/১১ সরকারের নির্যাতন থেকে বিএনপির কোনো নেতা-কর্মী রেহাই পায়নি।” তিনি আরও দাবি করেন, কিছু লোক এখন বিএনপিকে আওয়ামী লীগের সহযোগী ও ভারতের দোসর হিসেবে চিহ্নিত করতে চাইছেন।
তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, "আমি ১১ বছর জেলে ছিলাম, আমার স্ত্রীর ১৬ বছর এবং আমার ভাইয়ের ৮ বছর সাজা হয়েছিল। বিএনপির প্রতি এমন নির্যাতন ছিল।" তিনি জানান, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে, কিন্তু দলের নেতাকর্মীরা এসব চক্রান্ত বুঝতে পারে।
মির্জা আব্বাস আরও বলেন, যারা বিদেশে বসে দেশ নিয়ে মন্তব্য করেন, তাদের প্রজ্ঞা দেশের উন্নতিতে কাজে লাগানো উচিত। তিনি আরও মন্তব্য করেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তারা জনগণের সমর্থন নিয়ে এগোতে চায়।
আরাফাত রহমান কোকোকে চৌকসভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, একদিকে মা (খালেদা জিয়া) অসুস্থ, ভাইকে (তারেক রহমান) শারীরিকভাবে নিষ্ঠুরতম অত্যাচার করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। তখন কোকোকে অসুস্থ অবস্থায় তাকে দেশত্যাগে বাধ্য করা হয়। শেষে লাশ হয়ে দেশে ফিরতে হয় তাকে।