খালেদা জিয়াগে গণতন্ত্রের মা বললেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা

খালেদা
  © ফাইল ছবি

বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। তিনি বলেন, "খালেদা জিয়া প্রমাণ করেছেন যে তিনি আমাদের গণতন্ত্রের মা। তিনি দেশের গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই করেছেন, তার অবদান চিরকাল গণতন্ত্রকামী মানুষের মনে থাকবে।"

বুধবার (২৯ জানুয়ারি) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে জায়মা রহমান পাঠাগারে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল ইউকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন বলেন, "আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে। তাকে চিকিৎসা সেবা পর্যন্ত দেওয়া হয়নি এবং ধীরে ধীরে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা দেশবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।"

সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল আমিন আকমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম মামুন, সদস্য মির্জা নিক্সন, মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকের সভাপতি সাদিক আহমেদ, কৃষকদল সভাপতি আমিনুর রহমান আকরাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সিলেটের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাবেক ছাত্রনেতা সাকির আহমেদ প্রমুখ।