নির্বাচন নিয়ে তাড়াহুরো করলে ফ্যাসিস্টরা নবরূপে ফিরে আসবে: গণমুক্তি জোট

নির্বাচন
  © সংগৃহীত

গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করলে নতুন বাংলাদেশের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘শাসনব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, সংস্কার কার্যক্রম পরিচালনার শেষ দেখার জন্য আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। যদি আমরা সংস্কার কার্যক্রমে যথাযথভাবে সহযোগিতা করতে ব্যর্থ হই, তাহলে সংস্কার কার্যক্রমে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তা দুঃস্বপ্নে পরিণত হবে। এমনকি নির্বাচনের নামে আবার সবাই পুরোনো খেলায় মেতে উঠবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। দেশের গণমানুষের আকাঙ্ক্ষার আলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক ভিত্তিক সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন করেন। এরইমধ্যে প্রায় সবগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিলেও তা এখনো চূড়ান্ত হয়নি। 

তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে দেশের মানুষের মধ্যে উৎসাহের কমতি নেই। একটি রক্তস্নাত অভ্যুত্থানের পরে দেশের মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশের সাধারণ মানুষের মনে বর্তমান সরকারের ভবিষ্যৎ সাফল্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠারও অন্ত নেই। মানুষের মনে এখন নানা প্রশ্ন। বর্তমান সরকার তার সংস্কার কার্যক্রম পরিচালনায় সফল হবে কিনা? বিশ্বে আমরা মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কিনা? পরবর্তী নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব কিনা? এসব প্রশ্ন মানুষের মনে বারবার ঘুরে ফিরে আসছে। 

ড. শাহরিয়ার ইফতেখার বলেন, আমরা প্রত্যেকেই দ্রুত নির্বাচন চাই। তবে এই নির্বাচন নিয়ে আবার তাড়াহুড়ো করলে নির্বাচনকেন্দ্রীক পেশিশক্তির ব্যবহার, টাকার খেলা পুনরায় শুরু হবে। এমনকি ঘাপটি মেরে থাকা পুরোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা আবার নবরূপে ফিরে আসবে।

গণমুক্তি জোটের সভাপতি বলেন, যদি আমরা সংস্কার কার্যক্রমকে সার্বিকভাবে সফল দেখতে চাই, যদি আমরা মনে প্রানে আমাদের দেশের শাসনব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি, তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্তকরণ ও এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভূখণ্ডের উপযোগী একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামোয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুণগত উন্নয়নই জনগণের প্রত্যাশা।